Posts

Showing posts from February, 2024

মোবাইলের এমবি,মিনিট অথবা বান্ডেল প্যাক কিনতে চান

Image
  **কামাল ডিজিটাল ফ্ল্যাক্সিলোড** দোকান থেকে কম দামে বিশ্বস্ততার সাথে যারা মোবাইলের এমবি,মিনিট অথবা বান্ডেল প্যাক কিনতে চান তারা আমার হোয়াটএপস গ্রুফে জয়নে করুন।        https://chat.whatsapp.com/J1GuBWrq2VBGFkHd7YQUxf   আমার এখানে পাবেন ১০০% সততার সাথে সার্ভিস ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন আগে টাকা কেন দিব ?? এই প্রশ্নের উত্তর হলো আপনার ১ টাকা অবৈধ ভাবে যেন আমার পেটে না যায়।আর অনলাইন ব্যাবসার প্রায় ৮/৯ বছরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারো ১ টাকা আমি মেরে খাইছি আলহামদুলিল্লাহ। এমন হয়েছে যে আমার টাকা মেরে দিছে।আল্লাহ তাদের হেদায়েত করুন।

’সাকিব হবেন বিপিএলসেরা, চ্যাম্পিয়ন কুমিল্লা’

Image
  এবারের বিপিএলের সেরা খেলোয়াড় হবেন রংপুর রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান, পাশাপাশি এবারও চ্যাম্পিয়নশিপ ধরে রাখবে কুমিল্লা- এমনই ভবিষ্যদ্বাণী করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান কোচ (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ড্যারেন স্যামি।  তিনি আগের ৯ আসরের ৪টিতেই টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব।সাকিবের জন্য তবে এবারের আসর অবশ্য কিছুটা আলাদা। চোখের সমস্যার কারণে প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন তিনি। এর মধ্যে ২টিতে আবার বোলিংটাও করতে পারেননি। কিন্তু লিগ পর্ব শেষে সেই সাকিবের নামের পাশে এখন ২৪৯ রান; স্ট্রাইক রেট ১৬৮! বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। স্যামির মতে, ঘুরে দাঁড়িয়ে এমন দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই সাকিবের হাতে উঠবে টুর্নামেন্ট-সেরার পুরস্কার। উইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্যামি বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে কাজ করতে পাকিস্তানে আছেন। সেখান থেকেই এক ভিডিও বার্তায় এই ক্যারিবীয় বলেন, 'একজন অলরাউন্ডার হিসেবে আমি বেছে নেবো সাকিবকেই। সে ব্যাট হাতে রান করছে, বল হাতে ইচ্ছে উইকেটও। আমার চোখে বিপিএলের সবচেয়ে মূল্যবান ...
Image
নারী পুরুষের এবং পুরুষ নারীর বেশ ধারণ কি জায়েজ?   উত্তর : ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের এবং পুরুষ নারীর বেশভূষা গ্রহণ সাদৃশ্য, আকৃতি ও বেশভূষা অবলম্বন হারাম ও কবিরা গুনাহ। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত তিনি, ‘নবি (সা.) পুরুষ হিজড়াদের ওপর এবং পুরুষের বেশধারী মহিলাদের ওপর লানত (অভিসম্পাত) করেছেন। তিনি বলেছেন, ‘ওদের ঘর থেকে বের করে দাও।’ ইবনে আব্বাস (রা.) বলেছেন, নবি (সা.) অমুককে বের করেছেন এবং উমর (রা.) অমুককে বের করে দিয়েছেন।’ [সহিহ মুসলিম, হাদিস নং ৫৮৮৬]। রাসূল (সা.) বলেন, ‘তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তারা হলো, ১. পিতা-মাতার অবাধ্য সন্তান, ২. পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী ৩. এবং দাইয়ুস। [মুসনাদ আহমদ : ৬১৮]। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) সেসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীদের পোশাক পরে এবং সেসব নারীকে অভিসম্পাত করেছেন যারা পুরুষের পোশাক পরিধান করে। [আবু দাউদ : ৪০৯৮]। অন্য হাদিসে এসেছে, রাসূল (সা.) আরও বলেন, ‘যে নারী পরুষের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, তারা আমা...
Image
বিকেএসপির তরুণের ট্রিপল সেঞ্চুরি   ৬৫০ মিনিট উইকেটে থেকে ম্যারাথন ব্যাটিংয়ে দারুণ এক কীর্তি গড়েছেন রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ‘ক্যারিং দা ব্যাট দ্য আউট এ কমপ্লিটেড ইনিংসে’র নজির গড়ে ট্রিপল সেঞ্চুরি উপহার দিলেন বিকেএসপির তরুণ ব্যাটার।  বিসিবির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টগুলোতে ৩০০ রানের ইনিংস এতদিন ছিল না কারও। রোববার সেমিফাইনালের তৃতীয়দিনে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।  রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ১৪৩ রান তুলে অলআউট হয় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করেন ৩২০ রান।  ৬৫০ মিনিট উইকেটে থেকে ৪৮৩ বলে ২৯টি চার আর চারটি ছক্কা হাঁকান তিনি। রিফাত ট্রিপল সেঞ্চুরি ছুঁতে খেলেন ৪৬৭ বল। বিকেএসপির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান এসেছে আরেক ওপেনার ফাহিম মুনতাসির থেকে। দল অলআউট হয় ৫৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে ৪০৬ রানে পিছিয়ে থেকে অবশ্য ভালো শুরু করেছে ঢাকা মেট্রো। দিন শেষে তাদের সংগ্রহ ১৪৫/২। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংস আছে তামিম ই...